ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

তাহিরপুরে লজিক প্রকল্পের সভা

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২২, ১৮:৩৮

তাহিরপুরে লোকাল গভর্নমেন্ট ইনিসিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স রুমে জলবায়ু পরিবর্তনে করণীয় বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সুনাগগঞ্জের উপ-পরিচালক মো. জাকির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ফ্যাসিলেটেটর মামুনুর রশীদ খান।

এছাড়া সভায় বক্তব্য রাখেন, লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী, সিএনআরএস উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ চক্রবর্তী, লজিক প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটেটর মুজাম্মিল হক, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ