ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পাবনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে তরুণ নিহত

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২২, ১৭:৫৪

পাবনায় চায়ের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসিব হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের এজাহার প্রামানিকের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে কাশিনাথপুর রেললাইনের পাশে স্বাধীন সরদারের চায়ের দোকানে কয়েকজন তরুণ ক্যারাম খেলছিলো। ক্যারাম খেলা নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়। এ সময় দোকানদার স্বাধীন গালিগালাজ করতে করতে এক পর্যায়ে লাঠি দিয়ে তাদের মারধর করে। হাসিব হোসেন প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দোকানদার স্বাধীন ও তার চাচা রাজা সরদার হাসিবের পিঠে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন আহত হাসিবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ