ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভৈরবে গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২২, ১৬:৫৭

কিশোরগঞ্জের ভৈরবে গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

বুধবার (২নভেম্বর) বেলা ১১টায় উপজেলার গজারিয়া বাজার হাটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী মো. মুসলিম ভূইয়া অভিযোগ করে বলেন, গজারিয়া গ্রামের বাজার হাটিতে তার পৈত্রিক ভূমিতে কয়েক বছর আগে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। ওই চারাগুলো বাড়ন্তের সময় দূর্বৃত্তরা গত ২৭অক্টোবর রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে বাগান নষ্ট করে দেয়। এ ঘটনার আগেও শত্রুতা বসত গাছ কাটার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, নিজের পৈত্রিক ভূমিতে গাছ লাগালেও প্রতিহিংসা বসত রাতের আঁধারে বারবার গাছ কাটায় শংকার মধ্যে রয়েছি। আজ গাছ কাটছে অন্যদিন আরও বড় ঘটনাও ঘটাতে পারে এমন ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এর আগে তিনি এলাকার এক দুষ্টচক্রের হামলারও শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

রাতের আঁধারে দূর্বৃত্তরা তার বাগানের একাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলায় দূর্বৃত্তদের শাস্তি ও বিচারের দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদ খান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম আমান প্রমুখ। এছাড়াও শিমুলকান্দি ১নং ইউপি মেম্বার নাছির উদ্দিন, আজিজ সুপার মার্কেটের সভাপতি আমিনুল ইসলাম দুলাল, বঙ্গবন্ধু সৈনিক লীগ উপজেলা কমিটির মো. ইব্রাহিম মিয়াস উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ