দুই জমজ বোনের ছোট বেলা থেকেই একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা, লেখাপড়াসহ সবকিছুই চলে আসছিল। দুজনে একই ধরনের পোশাক পরতো। চেহারাতেও ছিল মিল । নামেও ছিল দারুণ মিল; হাসি আর খুশি। কে হাসি আর কেই বা খুশি; চেনা ছিল কঠিন ব্যাপার। তাদের সেই হাসি-খুশির মধ্যে হঠাৎ নেমে আসে অমানিশার অন্ধকার। বাবার ওপর অভিমান করে দুইবোন একসঙ্গে দানাদার বিষ খায়। এতে মারা যায় হাসি। ছোটবোন খুশির অবস্থাও আশঙ্কাজনক।
মঙ্গলবার (১ নভেম্বর) ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সুজারমোড় সরদারপাড়া এলাকায়। তাদের বাবার নাম ফারুক হোসেন। তারা স্থানীয় বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বোন হাসি এবং খুশি প্রায়ই স্কুল ফাঁকি দিত এবং পড়ালেখায় মনোযোগী না হওয়ায় বাবা ফারুক হোসেন হাসি-খুশিকে বকা দেন। একারণে দুই বোন বাবার ওপর অভিমান করে সকালে না খেয়েই স্কুলে যায়। স্কুল শেষে প্রাইভেট পড়ে দুপুরে বাসায় ফিরে দানাদার বিষ খায়।
মঙ্গলবার দুপুর দেরটার দিকে দুই বোনকেই গুরুতর অসুস্থ্ অবস্থায় গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়। বড়বোন হাসির অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথেই মারা যায়। ছোটবোন খুশি গুরুদাসপুর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও ভালো নয় বলে জরুরি বিভাগের চিকিৎসক জানান।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ