ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুকে ধর্মীয় উস্কানি, ১৫ বছর কারাদণ্ড দুই যুবকের

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২২, ২০:১৮ | আপডেট: ০১ নভেম্বর ২০২২, ২০:২৫

রাজশাহীতে পরিচয় গোপন রেখে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে দিয়েছেন আদালত। তাদের তিনটি ধারায় ৫ বছর করে ১৫ বছর কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উভয়কেই ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান রায় ঘোষণা করেন। আসামিরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী ও অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ইসমত আরা জানান, ২০২১ সালের আগস্ট মাসের এক তারিখে নিজেদের নাম পরিচয় গোপন রেখে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেন। পোস্টটি মূলত দুটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য দেওয়া হয়েছিলো। এরপর ওই সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পরে এ ঘটনায় মামলা দায়ের করার পর চার্জশিট দাখিল করা হলে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। বিচার শেষে আদালতের বিচারক মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ