হোসেনপুরে নিখোঁজের তিন দিন পর নাসির উদ্দিন (৪৮) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) হোসেনপুর-ভালুকা সড়কের খুরশিদ মহল সেতু সংলগ্ন সংযোগ সড়কের নিচে পড়ে থাকা নিহতের মরদেহ তার বড় ভাই জালাল উদ্দিন লাশের সনাক্ত করে। নিহত নাসির ময়মনসিংহের গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, নিহত অটোচালক নাসির উদ্দিন প্রতিদিনের মতো অটো চালিয়ে রাতে বাড়ি ফিরলেও গত শনিবার (২৯ অক্টোবর) রাতে বাড়িতে ফিরেনি। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় তার কোনো সন্ধান না পেয়ে আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করেন তার পরিবারের লোকজন। পর দিন সন্দেহ হলে গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহতের পরিবারের সঙ্গে কথা হলে তারা জানান, নাসিরের সহকর্মীরা বলেছেন শনিবার রাতে পৌঁনে ৮টার দিকে গফরগাঁও বাজারের জামতলা বাজার থেকে ৪ থেকে ৫ জন যাত্রী নিয়ে আসার পর থেকে তাকে আর মোবাইল ফোনেও না পাওয়ায় তাদের মনে সন্দেহ দেখা দেয়। সোমাবর তার লাশের সন্ধান পাওয়া গেল। ধারনা করা হচ্ছে তার ব্যাটারি চালিত অটোরিকশা চিনতাই করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে দুবৃর্ত্তরা।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ