ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘জাতীয় নির্বাচনে একটি দল ধর্মকে ব্যবহারের চেষ্টা করছে’

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২২, ১৫:৩০

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম বলেছেন, আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে হবে। এই দেশের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেই আমাদের পথ চলতে হবে। আগামী জাতীয় নির্বাচনে একটি দল নির্বাচনী কৌশল হিসেবে ধর্মকে ব্যবহার করার চেষ্টা করছে। সেই সাথে তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। সব ধর্মের মানুষ এখানে যে যার ধর্ম পালন করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তবে কিছু সংখ্যক লোক ইচ্ছে করেই এ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এ বিষয়টি সবার নজরে রাখতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান মিজান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ