বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কাপাসিয়ায় ইঁদুর মারার ফাঁদে আটকে কৃষকের মৃত্যু 

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২২, ১৭:৪৪

গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্ব পাড়া (ডুয়াইপাকুরি) গ্রামে বিলে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে পড়ে কৃষক কবির হোসেন আকন্দের (৫২) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সিরাজউদ্দিন আকন্দের ছেলে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে খাবার খেয়ে কবির হোসেন টর্চ লাইট ও টেডা নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। কিন্তু ভোর হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার ছেলে শিমুল হোসেন তাকে খুঁজতে বের হন। পরে তিনি সকাল ৬ টার দিকে বাড়ির পশ্চিম পাশের বিলে টেক এলাকার মো. তমিজউদ্দিনের ধানক্ষেতে কাঁদা পানিতে কবির হোসেনকে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি তার পিতাকে ধরতে গিয়ে বিদ্যুৎ এর শক খেয়ে সটকে পড়েন এবং আহত হয়ে পড়েন। কিছুটা সুস্থ হয়ে তিনি এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুৎ এর তার সরিয়ে তার পিতাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে তারা জানতে পারেন সম্প্রতি তমিজউদ্দিনের ছেলেরা তাদের ধানক্ষেতে ইঁদুরের আক্রমণ প্রতিরোধ করতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ