ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনৈতিক প্রস্তাব: বখাটের ক্ষুরের আঘাতে ক্ষতবিক্ষত কলেজছাত্রী

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ২০:৪৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২, ২১:০৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ গেটের সামনে এক বখাটের ধারালো ক্ষুরের আঘাতে একাদশ শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। ওই ছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রীর পরিবারের অভিযোগ উপজেলার উথুরী গ্রামের কবীর মিয়ার বখাটে ছেলে জাহিদ (১৯) ওই ছাত্রীর উপর হামলা করেছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে শহরের ৯ নং ওয়ার্ড শিলাসী এলাকায় গফরগাঁও মহিলা কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী উথুরী গ্রামের রুকুনুদ্দীনের মেয়ে জান্নাত (১৮) শনিবার সকালে কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য অটোরিকশা করে আসছিলেন। পথে এলাকার হুমায়নের ছেলে জাহিদ (১৯) রিকশা থামিয়ে জান্নাতকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে মেয়েটি সাড়া না দেওয়ায় বখাটে জাহিদ ক্ষুর দিয়ে ছাত্রীটির গালে, গলায় ও হাতে আঘাত করে। এ সময় কলেজ ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটে জাহিদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা

মেয়েটি উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে

মেয়েটির প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাইমা আফরিন তিশা বলেন, মেয়েটির গালে ও গলায় ক্ষুরের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত ছাত্রী জান্নাতের বড় বোন রুবিয়া খাতুন বলেন, আমার বোন কলেজে যাওয়া-আসার পথে দুই বছর বখাটে জাহিদ উৎপাত করে আসছে।

গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিতে এসে রাস্তায় বখাটের ক্ষুরের আঘাতে কলেজের এক ছাত্রীর গুরতর আহত হয়েছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ