ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ১৭:০৩

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে হঠাৎ নদীতে ঘন কুয়াশায় দীর্ঘ সাড়ে চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শনিবার (২৯ অক্টোবর) দুর্ঘটনা এড়াতে ভোর ৪টার দিকে এই রুটে সাময়িক ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশা কমে যাওয়ায় সকালে সাড়ে ৮টার দিকে আবার চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মধ্যরাতে পদ্মা নদীতে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় চলাচল শুরু করা হয়। বতর্মানে এই নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। তিনি আরও জানান, যাত্রী এবং যানবাহন কম থাকায় কোনো ভোগান্তি নেই এই নৌরুটে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ