ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ১৫:৪০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২, ১৬:১৬

রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া দুইটায় এই সম্মেলন শুরু হয়েছে।

আগত নেতা কর্মীদের বেশির ভাগই আগে থেকেই ঠিক করে দেওয়া সবুজ, হলুদ বিভিন্ন রঙের টি শার্ট পরে এসেছেন। সম্মেলনে কোন উপজেলার নেতা কর্মীরা কোথায় বসবেন তাও আগেই ঠিক করে রাখা হয়। নেতা কর্মীরাও সম্মেলনস্থলে এসে নির্ধারিত চেয়ারে বসেছেন।

সরেজমিনে দেখা যায়, দলীয় ও জাতীয় পতাকা, বেলুন উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এ সময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত। গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় সংগীত পরিবেশনের সময় সম্মেলনে অংশ নেওয়া নেতা কর্মীরা দাঁড়িয়ে দেশের পতাকার প্রতি শ্রদ্ধা জানান।

ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম আহমেদ, পনিরুজ্জামান তরুণসহ শীর্ষস্থানীয় নেতারা।

সম্মেলন উপলক্ষে সেখানে তৈরি করা হয়েছে বিশাল নৌকা আকৃতির একটি মঞ্চ। লাল-নীল পতাকাসহ রঙিন কাগজে ছেয়ে ফেলা হয়েছে সম্মেলনস্থল। দুপুর দেড়টার দিকে সেখানে মিছিল নিয়ে আসে ঢাকা জেলা মহিলা লীগ।

দীর্ঘ আট বছর পর হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের এ সম্মেলন। এ সম্মেলনে আগে থেকেই বড় জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

আজকের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্য কেন্দ্রীয় নেতারা।

এই সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ