ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মাধবপুরে গরু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ১৪:৩৯

হবিগঞ্জের মাবপুরের ধর্মঘরের শিয়ালউড়িতে গরু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল হানা দিয়ে দেড় ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৩টায় এ ঘটনা ঘটে।

বাড়ির বাসিন্দা হাবিবুর রহমান জানান, শনিবার ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত আমার এবং আমার ছেলে মুখলেছুর রহমান ও দুধ মিয়ার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এরপর ডাকাতরা প্রায় সাড়ে ৩ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ ও মোবাইল ফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। শিয়ালউড়ির ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়েছি। আমি এবং মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ স্যারসহ আমাদের টিম নিয়ে সর্তক অবস্থানে আছি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ