নাটোরে বাগাতিপাড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে বকুল স্মৃতি থিয়েটারের উদ্যোগে এই প্রথম আয়োজন করা হয়েছিল ঘুড়ি উৎসবের।
এছাড়া ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই প্রতিপাদ্য নিয়ে (২৮ শুক্রবার) রাত ৮ টায় ২ দিনব্যাপী যাত্রাপালারও শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকেলে বাগাতিপাড়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাচ্চু।
বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মাহবুবুর হোসেনের সভাপতিত্বে ঘুড়ি উড়িয়ে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
মশগুল হোসেন ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় নানা রঙের ঘুড়ি নিয়ে শতাধিক প্রতিযোগিরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। পাঁকা ইউনিয়নের গালিমপুর গ্রামের রাকিব বলেন, আমি খুব আনন্দিত।
বিহাড়কোল বাজারের ওয়েল্ডিং ব্যবসায়ী বাবু বলেন, আমি এ প্রতিযোগিতায় আসতে পেরে খুব খুশি। এ ধরনের প্রতিযোগিতা এখানে কখনো হয়নি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ