ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জালে

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ১০:২০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২, ১০:২১

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে। এদিকে নতুন ইলিশ আসার খবরে উচ্ছ্বাসিত ক্রেতা-বিক্রেতারা

শনিবার (২৯ অক্টোবর) ভোর থেকে জেলে পাড়ায় ব্যস্ততা বেড়ে যাওয়ার পাশাপাশি সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ। ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা।

শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা কাটিয়ে নদীতে নেমেই দেখা মিলেছে ইলিশের। নদীতে শত শত নৌকা ট্রলার নিয়ে জেলেরা নেমে পড়েন ইলিশ শিকারে। প্রথম দিনেই ভালো পরিমানে মাছ পাওয়ায় খুশি তারা।

ভোলা সদরের তুলিতলী মাছ ঘাটের আড়ৎদার মনজুর আলম বলেন, নদীতে মোটামুটি ভালো ইলিশ পাওয়ায় যাচ্ছে। এতে জেলেরাও খুশি আর আমরা আড়ৎদাররাও খুশি। প্রথম দিন এ ঘাটে ৬০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়েছে।

এর আগে ইলিশ প্রজনন রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ