ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, আহত ৩

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২২, ২১:২৮

ভোলার ইলিশা লঞ্চ ঘাটে গ্রীন লাইন লঞ্চের ধাক্কায় নোঙর করা একটি ট্রলার ডুবে গেছে। এতে তিন জেলে আহত হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে ইলিশা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আবু তাহের মাঝি, আবদুর রহমান ও জসিম উদ্দিন। তারা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত জেলেরা বলেন, আমরা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল গ্রীন লাইন ওয়াটার লঞ্চ। তখন সেটি ঘোরানোর সময় পেছন থেকে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মেঘনায় ডুবে যায়। ট্রলারে থাকা দুই লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

ইলিশা ঘাটের আড়তদার মো. আলাউদ্দিন বলেন, গ্রীন লাইন যেহেতু ট্রলারের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

গ্রীন লাইনের সেলসম্যান সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে ভোলা নৌ পুলিশ (ওসি) আখতার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ