ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

এক সপ্তাহে নিখোঁজ ৪ শিশু, চুনারুঘাটে আতঙ্ক

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২২, ১৮:৪৫

হবিগঞ্জর চুনারুঘাট উপজেলায় একের পর এক শিশু নিখোঁজ হওয়ায় আতঙ্ক বিরাজ করছে অনেক পরিবারে। উপজেলা থেকে গত এক সপ্তাহে ৪ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

জানা যায়, গত ২২ অক্টোবর চুনারুঘাট পৌর শহরে অবস্থিত বাসা থেকে বের হয়ে লিজ আক্তার নামে এক শিশু নিখোঁজ হয়। লিজা আমকান্দি গ্রামের কবির মিয়ার মেয়ে। সে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ২৬ অক্টোবর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

এরপর, গত বুধবার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের ব্যবসায়ী বাচ্চু মিয়ার ছেলে আল আমিন নিখোঁজ হয়। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়ে। একই দিনে দেওরগাছ গ্রামের ফরিদ মিয়ার ছেলে তানভীর (৮) নিখোঁজ হয়। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়রা জানান, এর আগেও বহু শিশু চুনারুঘাট থেকে হারিয়ে গেছে। ২/৩ মাস পর কোনো কোনো শিশু বাড়ি ফিরেছে বিপর্যস্ত অবস্থায়। অনেকের কোনো সন্ধানই মেলেনি। ঘন ঘন শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ বলেন, ৪ শিশু নিখোঁজের বিষয়ে আমার জানা নেই। তবে একজন জিডি করছে বলে জানি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ