ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

কমলগঞ্জে বন্য শূকরের হামলায় চা শ্রমিক আহত

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২২, ১৭:৩১

কমলগঞ্জে বন্য শূকরের হামলায় অনন্ত বালমিকি (৩৬) নামের এক চা শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ফুলবাড়ি চা বাগানে এ ঘটনা ঘটে। আহত অনন্ত বালমিকি একই চা বাগানের কৃষ্ণ বালমিকির ছেলে।

ফুলবাড়ি চা বাগান পঞ্চায়েতের সভাপতি মনোরঞ্জন বিষয়টি নিশ্চিত করে বলেন, চা বাগানটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে পার্শ্ববর্তী থাকায় বন্য শূকর চা বাগানে প্রায় সময়ই হামলা চালায়। গত জানুয়ারি মাসেও বন্য শূকরের হামলায় এক চা শ্রমিক গুরুতর আহত হয়। বৃহস্পতিবার রাতেও বসতঘরে ঢুকে বন্য শূকর হামলা চালালে এক শ্রমিক আহত হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে হামলার পর বন্য শূকরটিকে একটি ঘরে আটকিয়ে রাখে চা শ্রমিকরা। শুক্রবার সকালে শূকরটিকে অচেতন করে উদ্ধার করা হয়। আহত চা শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ