ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাত থেকে মেঘনায় ইলিশ শিকারে নামবে জেলেরা

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২২, ১৬:৩৮

২২ দিনের নিষেধাজ্ঞার পর শুক্রবার মধ্যরাত থেকে ভোলা তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ইলিশ ধরতে নামবেন জেলেরা। তবে সরকারি আদেশ মেনে মাছ ধরা থেকে বিরত থাকলেও প্রণোদনা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। নিষেধাজ্ঞার আর্থিক লোকসান পুষিয়ে নেওয়ার আশা জেলে ও মৎস্য ব্যবসায়ীদের।

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে নদীতে আবারও ইলিশ ধরার কার্যক্রম শুরু করবে জেলেরা। এরই মধ্যে জেলেদের মাঝে শুরু হয়ে গেছে ট্রলার ও জাল নিয়ে নদীতে যাত্রার প্রস্তুতি।

জেলেরা জানান, আমরা সরকারের নিষেধাজ্ঞা সব সময় পালন করি। মূলত আমরা বড় নৌকায় গুল্টিজাল বাই। নিষেধাজ্ঞার সময় নদী থেকে জাল ও নৌকা তুলে মেরামতে ব্যস্ত সময় পার করি। আমাদের এই ২২ দিন পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। সরকার এই বছর ২০ কেজির যায়গায় ২৫ কেজি চাল বরাদ্দ দিয়েছে। তারপরও আমরা ২৫ কেজি পাইনি। ২৫ কেজির যায়গায় ২২-২৩ কেজি করে দিয়েছে। শুধু কি চাল দিয়েই সংসার চলে, সাথে আরও অনেক কিছু দরকার।

শশীগঞ্জ মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি হাসেম মাহাজন বলেন, ২২দিন মাছ শিকার বন্ধ থাকায় মৎস্য ঘাট ও জেলে পল্লিগুলো নীরব ছিল। বন্ধ ছিল উপকূলীয় মৎস্য আহরণ কেন্দ্রগুলো। কয়েক হাজার মৎস্য ব্যবসায়ী ও শ্রমিক দীর্ঘ সময় বেকার ছিলেন। এ সময় তালিকাভুক্ত জেলেরা খাদ্যসহায়তা পেয়েছেন। তবে তালিকার বাইরের কয়েক হাজার জেলে সরকারি কোনো সহযোগিতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটিয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন বলেন, এবছর আমরা সফল ভাবে অভিজান সফল করতে পেরেছি। এই বছর তজুমদ্দিন উপজেলার কোন জেলে নদীতে মাছ শিকারে যায়নি, আমরা যেভাবে প্রচার-প্রচারণা করেছি, প্রকৃত জেলেরা উদ্বুদ্ধ হয়েছে। যার কারণে তারা নদীতে নামেনি। আশা করি জেলেরা নদীতে নেমে ইলিশ পাবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ