ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নকলায় শিক্ষক দিবস উদযাপন

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ১৯:১৬

শেরপুরের নকলায় জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা মুজিবশতবর্ষ মঞ্চের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুজিবশতবর্ষ মঞ্চে শিক্ষক দিবসে উপজেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলীর সভাপতিত্বে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের পক্ষে বক্তব্য রাখেন পক্ষে বক্তব্য রাখেন চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের পক্ষে ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আলম, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের পক্ষে নকলা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের পক্ষে নকলা শাহরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা মাদ্রসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের পক্ষে বক্তব্য রাখেন নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ।

বক্তারা শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস পালনের লক্ষে সরকারিভাবে কর্মসূচি ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দূর করাসহ শিক্ষা ব্যবস্থাকে সরকারি করণের দাবি জানান তারা।

এ সময় উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এফএম রেজাউল করিম, বিহড়ীরপাড় এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, কায়দা বালিকা দাখিল মাদ্রসার সুপার মাওলানা মো. ওলি উল্লাহসহ উপজেলার বিভিন্ন স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, শিক্ষক-সাংবাদিক শাহাজাদ স্বপন ও আব্দুল মোত্তালেব সেলিমসহ স্থানীয় সাংবদিকগণ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ