ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুলপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ১৭:৩৩

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ফুলপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শিববাড়ি রোড, ছনকান্দা বাজার, থানা রোড, ফুলপুর বাসস্ট্যান্ড ও ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা চত্বরে 'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' প্রতিপাদ্য বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তারের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, হোসেনপুর কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ আলী, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান সবুজ, পাগলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম মোবারকী, চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা ইয়াসমিন রিটা, হরিণাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুর রাজ্জাক প্রমুখ।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ