ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
চিলমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচন

শ্বশুরের পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ১৭:০৫

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি’র শ্বশুরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুকুনুজ্জামান শাহীন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুকুনুজ্জামান শাহীন লিখিত অভিযোগ পাঠ করে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেন তার শ্বশুর আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সোলায়মান আলী সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। প্রতিমন্ত্রীর এমন নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় অবাধে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে রির্টানিং কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে গত ২৩ অক্টোবর নির্বাচন কমিশনে সিসি ক্যামেরা স্থাপনের আবেদন করেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হলে ভোটারদের মাঝে যে সংশয় তৈরি হচ্ছে তা কেটে যাবে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি ভোট প্রদানে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং উৎসমূখর পরিবেশে যেন ভোটাররা ভোট দিতে পারেন এ বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এ বিষয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আওয়ামী লীগ প্রার্থী সোলায়মান আলী সরকার নিশ্চিত করেন, প্রতিমন্ত্রী জাকির হোসেন তার মেয়ের জামাই। তবে নির্বাচনী প্রচারণায় তার জামাই অংশ নেয়নি। প্রতিপক্ষ প্রার্থী মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, লিখিত অভিযোগ আমি পাইনি। তবে এ বিষয়ে নির্বাচনী ভেজিলেশন টিম মাঠে কাজ করছে। তারা রির্পোট দিলেই নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ