ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ভাইফোঁটা নেওয়া হলো না স্বাধীনের

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ১৬:৪৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২, ১৬:৫১

সনাতন ধর্মালম্বীদের আজ ভাইফোঁটা উৎসব। উৎসবের মিষ্টি আনতে বাজারে যাচ্ছিলেন কিশোর স্বাধীন। মিষ্টি এনে ভ্রাতৃদ্বিতীয়া পালন করবেন। বোন ভাইয়ের কপালে ফোঁটা পরিয়ে কল্যাণ চাইবেন। স্বাধীনের জন্য অপেক্ষা করছিলেন বাড়ির সবাই। কিন্তু স্বাধীনের আর বাড়ি ফেরা হলো না। ভাইফোঁটা আর নেওয়া হলো না।

মিষ্টি কিনতে যাওয়ার পথে নড়াইল মহাসড়কে প্রাইভাটকারের ধাক্কায় মারা গেলেন স্বাধীন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় ঢাকা-মাওয়া-নড়াইল-যশোর হাইওয়ের নড়াইল সদরের তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন ওই ইউনিয়নের বামনহাট গ্রামের অংশু রায়ের ছেলে। সে সদরের দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের চাচা সুমঙ্গল রায় জানান, নিহত স্বাধীন সকালে ভাইফোঁটার মিষ্টি কেনার জন্য মোটরসাইকেল নিয়ে তুলারামপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ