দীর্ঘ অপেক্ষা আর দুশ্চিন্তার পর একে একে উদ্ধার হলো চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজারডুবিতে নিহত আট শ্রমিকের মরদেহ। নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল এবং কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সর্বশেষ মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
সকালে উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, শাহীন মোল্লা (৩৮), তারেক (২০) এবং বশর হাওলাদার (৩৫)।
এর আগে বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আলম সরদার (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে উদ্ধার করা হয় ইমাম মোল্লা (২৫), মাহমুদ মোল্লা (২২), জাহিদুল ইসলাম (২৫) এবং আল-আমিনের (২০) মরদেহ। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদরের জৈনকাঠি ইউনিয়নে।
গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির কারণে বালু উত্তোলনের ড্রেজারটি ৮ জন শ্রমিকসহ ডুবে যায়।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ