চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে অবৈধভাবে বিক্রির অভিযোগে লাফার্জহোলসিমের বিরুদ্ধে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে অর্ধদিবস হরতাল চলছে।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। হরতাল পালনে সড়কে সক্রিয় রয়েছেন নেতাকর্মীরা।
এদিকে হরতালের কারণের ছাতক পৌরশহরে সব ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে বাঁশ ফেলে অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
অন্যদিকে সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এ সময় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ব্যবসায়ী শ্রমিকদের মধ্যে তর্ক-বির্তকের ঘটনাও ঘটেছে।
ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেন, ছাতকের ঐতিহ্যবাহী চুন শিল্প ও ব্যবসা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধ না হলে আমাদের আন্দোলন চলবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ