ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মিরসরাইয়ে আরো ৩ লাশ উদ্ধার

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২২, ১১:১৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২, ১৩:১১

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া আরো তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আল-আমিন (২৫), মাহমুদুল (২৭), ঈমাম (২৫)।

এ তথ্য নিশ্চিত করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে গতকাল (২৫ অক্টোবর) আলামিন (২০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো চার জন। বাকিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বাড়ায় বালু উত্তোলনের ড্রেজারটি আটজন শ্রমিকসহ ডুবে যায়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ