নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ব্যবস্থাপনার উন্নয়ন ঘটিয়ে যে সড়কে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব, তার প্রমাণ সুইডেন। সেখানে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার ছিল শূন্য। ইউরোপের কিছু দেশে মৃত্যু হার কমিয়ে ৮০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে বগুড়ার পর্যটন মোটেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘের একটি হিসাব অনুযায়ী দেশে প্রতি বছর ২৫ হাজার মানুষের মৃত্যু হয়। এটা অত্যন্ত উদ্বেগজনক। সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে সড়কে মৃত্যু হার কমিয়ে আনতে হবে।
নিচসার বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বিআরটিএ’র সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসান, নিচসার কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ এহসানুল কামাল, সাধারণ সম্পাদক লিটন শিকদার, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, নিচসার বগুড়া জেলা কমিটির উপদেষ্টা ডা. এইচ এম মশিউর রহমান, প্রকৌশলী জামাল উদ্দিন প্রমুখ।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ