‘ভাত চাই, কাজ চাই, সৎভাবে বাঁচতে চাই’ স্লোগানে ফুটপাত হকার্সদের পুনর্বাসনের দাবিতে ময়মনসিংহ গাঙ্গিনাপাড় ফুটপাত শ্রমিকলীগের আয়োজনে মানববন্ধন করেন হকার্স নেতারা। এ সময় দুশতাধিক হকার্স মানববন্ধনে অংশ নেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই মানববন্ধন করেন ফুটপাত হকার্স শ্রমিকলীগ।
তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন, কেউ না খেয়ে থাকবে না । অথচ আমরা সৎভাবে দোকান করার একটু স্থায়ী জায়গার ব্যবস্থা পাচ্ছি না । আমাদের কথা কেউ ভাবে না।
হকার্স শ্রমিকলীগ নেতা মো. শরীফ মানববন্ধনে দুটি দাবি তুলে ধরেন প্রশাসনের সর্বমহলের কাছে। তারা স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ হওয়ার পর বিকেল ৪ থেকে ফুটপাতে বসে দোকান করার দাবি জানান।
ফুটপাত হকার্সরা জানান, গত চার মাস ধরে আমরা ফুটপাতে দোকান করতে পারছি না। আমরা মানবেতর জীবনযাপন করছি। ঘরে খাবার নেই, সমিতি থেকে ঋণ নিয়ে দোকানদারি করতাম। সমিতির কিস্তি দিতে পারছি না, আমরা সৎভাবে বাঁচার জন্য সবার কাছে যাচ্ছি। কেউ আমাদের ডাকে সাড়া দিচ্ছে না।
এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাবো। আমাদের দাবি না মানলে আমরা রাজপথে আমাদের জীবন দিয়ে দেব।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফুটপাত হকার্সদের নেতা তৌকির মাহমুদ শরীফ, আনোয়ার হোসেন, মো. জনি, আরচি, সবুজ, বিল্লাল প্রমুখ।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ