ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ট্রলার শ্রমিকের মৃত্যু

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২২, ১৯:০৫
ফাইল ছবি

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ট্রলার ডুবে নুরুল ইসলাম (৪৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ১৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সোমবার রাত ৯টার দিকে পটুয়াখালী জেলা শহর সংলগ্ন লোহালিয়া নদীর প্রতাপপুর এলাকায় সিত্রাং এর প্রভাবে মালবাহী ট্রলার উল্টে নদীতে নিখোঁজ হয় নুরুল ইসলাম।

দুর্ঘটনার বরাত দিয়ে দুর্ঘটনায় কবলিত ট্রলার মালিক জলিল মাঝি বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী থেকে ইট বোঝাই ট্রলার নিয়ে মুরাদিয়া এলাকায় রওনা হয় নুরুল ইসলাম ও জলিল। ট্রলারটি লোহালিয়া নদীর প্রতাপপুর এলাকা অতিক্রমকালে সিত্রাং এর প্রভাবে উল্টে যায়। এসময় জলিল মাঝি সাতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় শ্রমিক নুরুল ইসলাম। নিহত নুরুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের নাজিপুরের বশির মোল্লার ছেলে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ