রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারি ট্রেনে সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সোমবারের টাঙ্গাইলের মির্জাপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ওপর গাছ ভেঙে পড়া এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হওয়ায় পশ্চিমাঞ্চল রেলে চলাচলকারি অধিকাংশ দূরপাল্লার ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রেন ৫ থেকে ৭ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে গেছে যে মঙ্গলবার সকালের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করতে হয়েছে। এতে শত শত যাত্রী চরম বিড়ম্বনায় পড়েছেন। রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়েছেন। এছাড়াও মঙ্গলবার সকালের রাজশাহী-ঢাকা সিল্কসিটি ৫ ঘণ্টা বিলম্বে রাজশাহী ছেড়েছে।
রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, ঢাকা-রাজশাহী রুটে প্রতিটি ট্রেন ৫-৬ ঘণ্টা দেরিতে চলাচল করছে। সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরাও ভোগান্তির মুখে পড়েছেন। মঙ্গলবার সকালের বনলতা ট্রেনটি বাতিল করতে হয়েছে। আর সিল্কসিটি চার ঘণ্টা দেরিতে সকাল ১১টার রাজশাহী ছেড়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, ট্রেন চলাচলে স্বাভাবিক গতি ফিরে আনতে চেষ্টা করা হচ্ছে। সিডিউল ঠিক হয়ে যাবে। কাল থেকে যথা সময়ে ট্রেন চলাচল করবে। তিনি আরো বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিমানবন্ধর স্টেশনের আউটারে সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তখন থেকেই সিডিউল বিপর্যয় শুরু হয়। এছাড়াও সোমবার রাতে ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের বাম্পারে তেঁতুল গাছ ভেঙে পড়েছে।
এতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা সেখানে গিয়ে তা মেরামত করেন। এছাড়া ভেঙে পড়া গাছটিও অপসারণ করতে হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালের বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ