ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুতের খুঁটিসহ পানিতে পড়ে লাইনম্যানের মৃত্যু

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২২, ১৬:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বৈদ্যুতিক খুঁটি নিয়ে পানিতে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিপন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্চ গ্রামের বাসিন্দা। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক নয়া শতাব্দীকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ওই লাইন মেরামত করতে বৈরী আবহাওয়ায় লাইনম্যান রিপন খুঁটিতে ওঠেন। এসময় বাতাসের তোড়ে বিদ্যুতের খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ