ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুমকিতে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষতি

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২২, ১৫:১৩

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৩টি স্পটে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। আঠারোগাছিয়ায় ১টি খুঁটি ভেঙে পড়েছে, মুরাদিয়া, জামলা পারকার্ত্তিকপাশা, আলগী, পাগলার মোড়সহ এলাকার ২৬ টি স্পটে বিদ্যুতের খুঁটি, তার ছিঁড়ে পড়ে আছে বলে জানান প্রকৌশলী জামাল উদ্দিন।

তিনি জানান, এসব এলাকায় তাদের লোকজন কাজ করে যাচ্ছেন।

অন্য দিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহের মালিকা জানান, আগাম আমন ফসলের ৫% এবং ৪০হেক্টর জমির শাক-সবজির ক্ষতি হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ