ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালীতে ঘূর্নিঝড় মোকাবেলায় দুর্যোগ ব্যাবস্থাপনা সভা 

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২২, ১৪:৪১

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির, পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, স্বেচ্ছাসেবী সংগঠেনর নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

সভা থেকে জেলার ৭০৩টি সাইক্লোন সেন্টার ও ব্যাবহারযোগ্য ২৬টি মুজিব কিল্লা বিদ্যুৎ ও সুপেয় পানি সহ প্রস্তুত রাখা, পর্যাপ্ত মেডিকেল টিম গঠন, দরকারি ঔষধের ব্যবস্থা রাখা, শুকনো খাবার সংগ্রহ, অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবদের প্রস্তুত রাখা, জরুরি সড়ক মেরামত, প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রণ কক্ষ প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করা হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ