ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাগেরহাটে সম্প্রীতি বিষয়ক বিতর্ক কর্মশালা

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২২, ২৩:৩৩

বাগেরহাটে সামাজিক ও আন্তধর্মীয় সম্প্রীতির গুরুত্ব অনুধাবন ও ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দি হাঙ্গার প্রজেক্ট ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফ) আয়োজনে দিনব্যাপি শহরের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, এনডিএফ বাগেরহাটের জেলা সমন্বয়কারী আবিদা সুলতানা এবং হাঙ্গার প্রজেক্টের ব্রেইভ প্রকল্পের সদর উপজেলা কোঅর্ডিনেটর মো. হাফিজুর রহমান।

বিকেলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজগর আলী, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, সাংবাদিক বাবুল সরদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ