ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২২, ২১:৪৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (১৫ টাকা কেজি দরের চাল) ৩৮ বস্তা চাল ও ৫৩ টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে ১১ টার দিকে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ নয়ন মিয়ার (৪৫) বাড়ি থেকে এ চাল ও চালের বস্তা উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন গৌরীপুর থানা পুলিশ। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

তবে ঘটনায় জড়িত ব্যক্তি অভিযানের খবর পেয়ে পলাতক হওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, উদ্ধারকৃত চালের বস্তার গায়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচী লেখা রয়েছে। বস্তা বদলের সময় এগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ