ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিএমডিএ’র নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২২, ২১:০৯

রাজশাহীতে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার ঘটনায় দায়ী বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, প্রমাণ থাকার পরও যদি এই দুর্নীতিবাজ নির্বাহী পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান গণমাধ্যমকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান প্রমুখ।

গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বিএমডিএ সদর দপ্তরে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবীব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন বুলবুল হাবিব। ওই মামলায় বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশিদ হুকুমের আসামি ছিলেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ