ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু ধর্ষণ মামলায় ধর্ষণকারীসহ ইউপি সদস্য আটক

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২২, ১৯:২৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২২, ১৯:৩০

ঢাকার ধামরাইয়ে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করতে বাধা এবং পুলিশকে না জানিয়ে গোপনে প্রাইভেট হাসপাতালে ভর্তি করে মিমাংসার চেষ্টা করায় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঠান্ডু এবং ধর্ষণকারী রতন কুমার সাহাকে আটক করেছে র‌্যাব-৪।

বুধবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নান্নার গ্রামের দক্ষিণপাড়া এলাকা থেকে ইউপি সদস্য নুরুল ইসলাম ঠান্ডু এবং ধর্ষণকারী রতন কুমার সাহাকে কালিয়াকৈর শফিপুর এলাকা থেকে আটকের পর রাতেই ধামরাই থানায় সোপর্দ করেন র‌্যাব-৪। এ ব্যাপারে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

ধর্ষণকারী রতন কুমার সাহা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে। এবং নান্নার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম ঠান্ডু একই গ্রামের মো. তারাজুল ফেরাজীর ছেলে।

র‌্যাব ও এলাকবাসী জানান, নান্নার এলাকার শিয়া সাহার ছেলে কাঁচামাল ব্যবসায়ী রতনসাহা মজা খায়ানোর লোভ দেখিয়ে শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারের শব্দ শুনে আব্দুল হক দৌড়িয়ে গেলে ধর্ষক রতন কুমার সাহা সেখান থেকে পালিয়ে যায়। পরে আব্দুল হক শিশুটিকে উদ্ধার করে মেয়েটির বাড়িতে নিয়ে আসে। পরে রাতে শিশুটি পেটের ব্যাথায় চিৎকার করে এবং সকালে প্রস্রাব বন্ধ ও রক্তক্ষরণ হলে শিশুটির মা সকালে ৫নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম ঠান্ডু ও মহিলা ইউপি সদস্য রওশন আরার কাছে গেলে তারা গোপনে সাভার একটি প্রাইভেট হাসপাতলে ভর্তি করে চিকিৎসা নিতে সহায়তা করে। এবং থানায় মামলা না করে স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে। পরে ধর্ষণকারী রতন কুমার সাহা, ইউপি সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও মহিলা ইউপি সদস্য রওশন আরা'র নাম উলেখ্য করে থানায় মামলা দায়ের হয়। এরপর র‌্যাব-৪ এর অভিযানিক দল অভিযান চালিয়ে ধর্ষণকারী রতন কুমার সাহা ও ইউপি সদস্য নুরুল ইসলাম ঠান্ডুকে আটক করে।

এ বিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মো. লুৎফর রহমান বলেন, একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে বুধবার দিনগত রাতে ৯ বছরের শিশু ধর্ষণের মামলার আসামি ইউপি সদস্য নুরুল ইসলাম ঠান্ডুকে নান্নার এলাকা থেকে এবং রতন কুমার সাহাকে কালিয়াকৈর শফিপুর এলাকা থেকে আটক করে। রাতেই তাদেরকে ধামরাই থানায় সোপর্দ করা হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের নামে মামলাও হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ