ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

স্কুলছাত্রী তুহিন হত্যার মূলহোতা মুন্নার মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশনার সময়: ১৯ অক্টোবর ২০২২, ২১:৪০

দীর্ঘ ৪ বছর পর আলোচিত স্কুলছাত্রী তাসনিম সুলতানা তুহিনকে (১৩) ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের মামলার মূল হোতা শাহ নেওয়াজ সিরাজ মুন্নার ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালত।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বিচারপতি মো. হালিমুল্লাহ চৌধুরীর আদালতে এ রায় দেন। একই সাথে তুহিনকে অপহরণ মামলায় অভিযুক্ত মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে হত্যা মামলার অন্য ২ আসামি শাহজাহান সিরাজ (৫২) ও নিগার সুলতানা (৪৫)কে খালাস দিয়েছেন আদালত। রায়ে সন্তুষ্ট হলেও অপর ২ আসামিকে খালাস দেয়ায় ভিকটিমের পরিবার হাইকোর্টে আপিল করবে বলেও জানান বাদীর আইনজীবী এড. রিয়াদ উদ্দিন।

উল্লেখ্য, ২০১৮ সালে স্কুলছাত্রী তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় হাটহাজারী উত্তপ্ত হয়ে উঠেছিল। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও খুনিদের কঠোর শাস্তির দাবিতে ব্যাপক চাপ সৃষ্টি করেছিল। বিভিন্ন স্থানে প্রতিবাদ সহ সড়ক অবরোধ করেছিল আন্দোলনরত ছাত্রছাত্রীরা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ