ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে তামাক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা 

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২২, ২১:৫৩

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে পৌরসভার মেয়রের কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আবু নাসের অনিক, নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রামাণিক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ প্রমুখ।

সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন দিক আলোচনা করেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ