ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোনো ভোট পাননি দুই প্রার্থী

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২২, ১৮:২০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২, ১৮:৩৮

সিরাজগঞ্জের তাড়াশে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে দুইজন প্রার্থী শূন্য ভোট পেয়েছেন।

গতকাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর সরবরাহ করা ফলাফল শিট থেকে এ তথ্য পাওয়া গেছে।

এই দুই প্রার্থী হলেন, প্রভাষক জালাল উদ্দিন (হাতি) ও দেলোয়ার হোসেন সুমন (ঘুড়ি)।

প্রিজাইটিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসার মো. মশগুল আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ নং ওয়ার্ডের ভোটগ্রহণ হয়। এই ওয়া‌র্ডে মোট পাঁচজন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীরই জামানত বাতিল হয়, এর ম‌ধ্যে ২ জন ০ ভোট ও ১ জন পান ১২ ভোট।

তাড়াশে প্রথম বা‌রের ম‌তো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শরিফুল ইসলাম তাজফুল (বৈদ্যুতিক পাখা) ৫৪ ভোট পেয়ে সদস্য হয়েছেন। নির্বাচনে ৫নং ওয়ার্ডে সদস্য পদে ৫ জন ও সংরক্ষিত নারী পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ