এক মাস আগে বিয়ে করেছিলেন বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামের সোহান খান। কিন্তু নববধূর সম্পর্ক ছিলো অন্য ছেলের সাথে। বিয়ের দিন দশেকের মধ্যেই সেই ছেলের সাথে অজানায় পারি জমালেন সোহানের নববিবাহিত স্ত্রী। এই ঘটনায় চরম ক্ষোভ, হতাশা ও অপমানে অতিরিক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন সোহান খান নামের ওই যুবক।
সোমবার (১৭ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত যুবক সোহান খান (২৪) রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামের বাসিন্দা মোনায়েম খানের ছেলে।
জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে গ্যাসের ট্যাবলেট খায় সোহান খান। এ সময় গ্যাসের ট্যাবলেটের বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহান খান প্রায় এক মাস পূর্বে বিবাহ করেন। তার স্ত্রী পরকীয়ার জের ধরে কিছুদিন পূর্বে অন্য ছেলের সাথে চলে যায়। নববিবাহিত স্ত্রী অন্যের সাথে চলে যাওয়ায় ক্ষোভ, হতাশা ও অপমানে আত্মহত্যার উদ্দেশ্যে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খায়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সোহান খান পারিবারিক কলহের জের ধরে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়ার যায়নি। তবে ময়না তদন্ত শেষে জানা যাবে আসল ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ