তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় মাদারীপুরের শিবচরের উমেদপুরে আলেয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে হায়দার হাওলাদারের সাথে প্রতিবেশি জব্বার হাওলাদারের দ্বন্দ্ব চলছিল। এরই সূত্র ধরে রোববার সকালে জব্বার হাওলাদারের সাথে হায়দারের মা আলেয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জব্বার হাওলাদার লোকজন নিয়ে এসে আলেয়া বেগমের উপর হামলা চালায় ও ঘরবাড়ি ভাঙচুর করে। এতে আলেয়া বেগম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের দ্বন্দ বিদ্যমান। চারা গাছ লাগানো নিয়ে সম্প্রতি জব্বার হাওলাদার পক্ষ পরিবর্তন করে মজিবর খলিফা, আক্কাস মৌলভী ও হাবি ভক্তর দলে যোগ দেয়। এ সুযোগে মজিবর খলিফা গ্রুপ জব্বার হাওলাদারের সাথে যোগ দিয়ে এ হামলা চালায়। এর আগে ২ পক্ষের দ্বন্দ্বে একাধিক হামলা মামলা সংগঠিত হয়।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির সেরনিয়াবাত বলেন, গাছের চারা লাগানো নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ