ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২২, ২২:১৫

গরু চোরাচালানের সময় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৫ অক্টোবর) ভারতের মেকলিগঞ্জ থানার ডাঙ্গারবাড়ি সীমান্ত পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিএসএফের হাতে আটক ব্যক্তিরা হলেন- পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের রহমানপুর জিমনাল গ্রামের আহের উদ্দিনের ছেলে আবু তাহের (৫০), একই গ্রামের তৈয়ব আলীর ছেলে জাহিদুল ইসলাম মন্টু (৪৯) এবং একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আসাদ আলী (২০)।

জানা গেছে, ভারতে আটক তিন বাংলাদেশিকে মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিএসএফ।

সংশ্লিষ্ট সূত্র ও আটককৃতদের পরিবার জানায়, পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল এলাকার সীমান্তের ৮১৮ ও ৮১৯ নম্বর মেইন পিলারের নিকটে উভয় দেশের (ভারত-বাংলাদেশ) কিছু লোক গরু পারাপারের চেষ্টা করতে থাকে। এ সময় বিএসএফ-৬ ব্যাটালিয়নের ডাঙ্গারবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তিন বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) ওমর খসরু বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক সম্পর্কে বলেন, ‘তাদেরকে আটক করা হয়েছে এমন কোনো তথ্য বিএসএফ আমাদেরকে জানায়নি। তাছাড়া আটককৃত ব্যক্তিদের পরিবারও জানায়নি।’

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রাহমান বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনেছি তারা অবৈধভাবে ভারতে যাওয়ায় বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে গেছে।’

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ