ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

১২ দিন পর জন্মস্থানে শান্তি মিশনে নিহত জাহাঙ্গীরের মরদেহ

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২২, ১৬:৩৫

জাতিসংঘের শান্তি মিশনের কার্যক্রম পরিচালনার সময় বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জাহাঙ্গীর আলমের মরদেহ তার জন্মস্থানে পৌঁছেছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তার মরদেহ নিয়ে ডিমলা উপজেলার আরবিআর উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায়।

নিহত জাহাঙ্গীর আলম (২৬) নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া (হাজিপাড়া) গ্রামের লতিফর রহমানের ছেলে।

জানা গেছে, জাহাঙ্গীর আলম ২০২১ সালের নভেম্বর মাসে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের দুর্গম এলাকা কুইতে একটি অস্থায়ী ক্যাম্পে ছিলেন। দেশটির পশ্চিম সেক্টরের বোয়ার এলাকায় শান্তি মিশনের কার্যক্রম পরিচালনার সময় মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টা ৩৫ মিনিটে বোমা বিস্ফোরণে আহত হন জাহাঙ্গীরসহ তিন সেনা সদস্য। প্রথমে তাদেরকে দেশটির মিনুসকা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর ১১ দিন পর শুক্রবার (১৪ অক্টোবর) রাতে তার মরদেহ বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা সদর দফতরে পৌঁছায়। এরপর দিন শনিবার (১৫ অক্টোবর) জাহাঙ্গীরের মরদেহ ডিমলার আরবিআর উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায়। পরে দক্ষিণ তিতপাড়া গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এ দিকে জাহাঙ্গীর আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান জেনারেল (সিএএস) এসএম শফিউদ্দিন আহমেদ, নীলফামারী- ১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন শোক প্রকাশ করেন

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ