ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্ণফুলিতে জাহাজডুবি, মৃত্যু বেড়ে ৮

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২২, ১৪:০৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২, ১৪:০৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলি নদীর ইছানগর এলাকায় ডুবে যাওয়া জাহাজ ‘এফবি মাগফিরাত’ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন একজনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ওই দুটি মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ডুবে যাওয়া ফিশিং জাহাজটি ৬০ ঘণ্টা পর উদ্ধারকারী নৌযানের সহায়তায় শুক্রবার মধ্যরাতে টেনে নদীর তীরে সরিয়ে নেওয়া হয়। পরে জাহাজের ইঞ্জিনরুম থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

গত ১১ অক্টোবর কর্ণফুলিতে এফভি মাগফিরাত নামে একটি ফিশিং জাহাজ ডুবে যায়। রাত দেড়টার দিকে কর্ণফুলি নদীর ইছানগর ডকইয়ার্ডে নোঙর করার সময় হঠাৎ জাহাজটির পাখা ভেঙে যায়। মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে সেটি ডুবে যায়। মূলত জাহাজের প্রোপেলার (পাখা) খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ