দেশের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্ককিদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের শুভ সূচনা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর-৩ (সদর-হাইমর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বর্ণাঢ্য এই র্যালী কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়ক, হাজী মহসীন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর সরকারি মহিলা কলেজ রোড হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজম, কলেজের শিক্ষক নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিতার্কিকদের সাথে মিট ইউথ ডা. দীপু মনি, এমপি’ শিরোনামে ফেলোশীপ নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়।
বির্তক উৎসবের আয়োজনে রয়েছে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট, চাঁদপুর সরকারি কলেজ এর অনুপ্রেরণায় চাঁদপুর ডিভেট মুভমেন্ট (সিডিএম) এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ