ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত থেকে আনা ১৫৩৯ বস্তা মিনিকেট চাল জব্দ

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২২, ১১:৫৫

শুল্ক ফাঁকি দিয়ে গমের ভুসির এলসি খুলে ভারত থেকে আনা ১৫৩৯ বস্তা মিনিকেট চাল জব্দ করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আসা দুই ট্রাক ভর্তি ১৫৩৯ বস্তা মিনিকেট চাল জব্দ করে বিজিবি ও শুল্ক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ।

এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় সদর উপজেলার ভোমরা বন্দর সংলগ্ন এলাকা থেকে একটি ট্রাক ও বুধবার রাত ১১ টায় ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ডের তিন নং গেট থেকে একটি ট্রাক জব্দ করা হয়। ওই দুটি ট্রাকে প্রায় ১৫৩৯ বস্তা চাল রয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ভোমরা বন্দরের প্রশাসনিক শুল্ক কর্মকর্তা দয়াল মন্ডল বলেন, জব্দকৃত ট্রাকের চালের শুল্কসহ জরিমানা আদায় করা হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ