ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে থানার সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২২, ২১:৫১

গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সংবাদকর্মী মুজাহিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গাজীপুর ও শ্রীপুরে কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে থানা গেইটে গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, গতকাল বুধবার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল এর দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুজ্জামান সহ জেলা প্রশাসন গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত করতে গেলে সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন মুজাহিদ। এসময় নিরাপত্তার কথা বিবেচনা করে তদন্ত না করেই ঘটনাস্থল ত্যাগ করেন তদন্ত কর্মকর্তারা।

ওই ঘটনায় বুধবার সকালে চেয়ারম্যান ও দুইজন মেম্বারের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মুজাহিদ। মামলা নং ১৭/১০/২০২২। মামলার আসামিদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান সাংবাদিকরা। মুজাহিদ দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

কর্মসূচি চলাকালে গাজীপুর জেলা প্রেসক্লাব, গাজীপুর সদর প্রেসক্লাব, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ