সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধ ভাবে মাছ ধরার সময় মালামাল সহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগের বিশেষ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সুন্দরবনের পুষ্পকাটি সংলগ্ন মাইটার খাল থেকে ৩টি নৌকা, জাল, ড্রাম, আহরিত মাছ ও বৈঠা সহ ওই জেলেদের আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, বৃহস্পতিবারের ওই অভিযানের নেতৃত্ব দেন বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম।
আটককৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রুহুল কুদ্দুস মোড়লের ছেলে কামরুল ইসলাম, কামরুল ইসলামের ছেলে আল মামুন, মৃত ফজের আলীর ছেলে আজিয়ার রহমান, আমিন মোড়লের ছেলে আবুল কালাম মোড়ল ও কয়রা উপজেলা ঘড়িলাল গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আলমীর হোসেন।এসিএফ এ.কে.এম. ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটককৃত জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ