গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার একটি লিচু গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে র্যাব-১ এর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকালে শ্রীপুরের টেপিরবাড়ি সাকিনস্থ মৃধাবাড়ীর জনৈক ইসমাইল মৃধার বাড়ির দক্ষিণ পাশের লিচু বাগানে লিচু গাছের ডালের সঙ্গে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিমের পরিচয় শনাক্ত হয়। তিনি হলেন, ময়মনসিংহ জেলার সদর থানার চর লক্ষীপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মো. এনামুল হক(৩৭)।
র্যাব আরও জানায়, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার দুখলা এলাকার মৃত সিদ্দিক গাজীর ছেলে আবুল কাশেম গাজী (৩৩), একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ফখরুল ইসলাম (৫০) এবং ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ফালান (৪০)।
র্যাব জানায়, আসামিরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমের মরদেহ লিচু গাছের ডালের সাথে ফাঁস লাগা অবস্থায় ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ