চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার জাহাজডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন, এফবি মাগফেরাত জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ডক কর্মচারী রহমত আলী।
এছাড়া চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহাজের ডুবুরী মো. ফয়সাল।
জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এরপর বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ রয়েছেন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ সাতজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার হয়েছে। লাশ দুটি উদ্ধারের পর থানায় আনা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়-স্বজন এলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরেকজন মারা গেছেন। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে জাহাজটি উদ্ধারে এখনো কাজ শুরু করেননি জাহাজের মালিকপক্ষ বা ডকইয়ার্ড। ডুবে যাওয়া জাহাজটি নদীর তলদেশ থেকে তুলে আনতে টাগবোট বা সাহায্যকারী জাহাজ প্রয়োজন।
নয়া শতব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ